ইসলামী ফতোয়া
আমাদের দেশে বর্তমানে দেখা একই ব্যক্তির একাধিকবার জানাজার নামাজ পড়া...
উত্তর
প্রশ্ন আমাদের দেশে বর্তমানে দেখা একই ব্যক্তির একাধিকবার জানাজার নামাজ পড়া হয়। আমার প্রশ্ন হল জানাজার একাধিক জামাত করা জায়েজ আছে কি? উত্তর না, জানাজার একাধিক জামাত করা জায়েজ নেই। তবে যদি মৃতব্যক্তির অলি (নিকটতম অভিভাবক) এর অনুমতি ব্যতিত অন্য কেউ জামাত আদায় করে তাহলে অলির জন্য ২য় বার জানাজার নামাজ পড়া যায়েয আছে। সুত্রঃ মাবসুত(সারাখসি) -১/১২৬, তাতারখানিয়া-২/১৩৫, মাওসুয়া-১৬/৪০, গুনইয়া-৫৩৭, আলমগিরি-১/১৬৩, রহিমিয়া-৭/৪১। উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন দ্বিতীয় জানাজার হুকুম জানাজার পর লাশ দেখা জানাজার নামাজ কে পড়াবে একাধিক জানাযা আল কাউসার জানাজার নামাজ কি ফরজ জানাজার নামাজের নিয়ম একাধিক লাশের জানাযা জানাজার নামাজের বক্তব্য