ইসলামী ফতোয়া

দোকান থেকে কোনো কিছু কিনতে গেলে দোকানদার কখনো এ কথা...

উত্তর

প্রশ্ন দোকান থেকে কোনো কিছু কিনতে গেলে দোকানদার কখনো এ কথা বলে যে, যা দেখার এখনই দেখে নিন। পরে কোনো সমস্যার কারণে ফেরত দিতে পারবেন না। এভাবে বলার পর যদি পণ্যের মধ্যে কোনো দোষ ধরা পড়ে তাহলে কি ফিরিয়ে দেওয়ার অধিকার থাকবে? উত্তর বিক্রেতা প্রশ্নোক্ত কথাটি বলার পর ক্রেতা যদি তা মেনে নিয়ে পণ্য ক্রয় করে তাহলে পরবর্তীতে কোনো দোষের কারণে ঐ পণ্য ফেরত দেওয়ার অধিকার থাকবে না। প্রকাশ থাকে যে, বিক্রিত পণ্য ফেরত নেওয়া বড় ফযীলতপূর্ণ কাজ। হাদীস শরীফে এসেছে, যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে বেচাকেনা করে তা ফিরিয়ে নেয় আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন। -সুনানে আবু দাউদ, হাদীস৩৪৫৪; কিতাবুল আসল ২/৪৮৮; মাবসূত, সারাখসী ১৩/৯১; আলবাহরুর রায়েক ৬/৬৬; রদ্দুল মুহতার ৫/৪২ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার দোকানে বেচাকেনা বৃদ্ধির তাবিজ দামাদামি করার নিয়ম দোকানে কাষ্টোমার এর সাথে ব্যবহার জুতার দোকানের ভাষা কি করলে দোকানে বেশি বেচাকেনা হবে দোকানদারের বৈশিষ্ট্য দোকানে বেচাকেনা বৃদ্ধির দোয়া কাপড়ের দামের কোড
সব ফতোয়া দেখুন বিবিধ ক্যাটাগরি