ইসলামী ফতোয়া
এক ব্যক্তি ভুলে তাওয়াফে বিদা করেনি। তাওয়াফে যিয়ারতের পর অন্য কোনো তাওয়াফও করেনি। দেশে আসার পর এ ভুল ধরা পড়েছে। এখন তার করণীয় কি? তাকে কি দম দিতে হবে?
উত্তর
হ্যাঁ, কোনো ওজর ছাড়া তাওয়াফে বিদা ছেড়ে দিলে দম ওয়াজিব হয়। অতএব প্রশ্নোক্ত ব্যক্তিকে এ ভুলের জন্য হেরেমের এলাকায় একটি ছাগল বা দুম্বা যবাই করতে হবে। সেখানে কারো মাধ্যমে যবাই করালেও চলবে। -বাদায়েউস সানায়ে ২/৩৩৪; আলবাহরুর রায়েক ৩/২১; মানাসিক, মোল্লা আলী কারী ৩৫০ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার মদীনা আগমনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কবর যিয়ারত করার কি নবীকে দাড়িয়ে সালাম ঘরে বসে কবর জিয়ারতের নিয়ম কবর জিয়ারতের ফজিলত রওজা মোবারক কি হজে মহিলাদের চুল কতটুকু কাটতে হয় রোয়াজা মোবারক জিয়ারত রওজা শরীফ