ইসলামী ফতোয়া

বিবাহের সময় ফাতেমা রা.-এর বয়স কত ছিল?

উত্তর

প্রশ্ন বিবাহের সময় ফাতেমা রা.-এর বয়স কত ছিল? উত্তর বিবাহের সময় হযরত ফাতেমা রা.-এর বয়স কত ছিল এ ব্যাপারে একাধিক মত রয়েছে। তবে অধিকাংশের মত হল, ঐ সময় তার বয়স ছিল প্রায় সাড়ে পনেরো বছর। আলইস্তিয়াব, তাহযীবুল কামাল ২২/৩৮৬; তাহযীবুত তাহযীব ইত্যাদি গ্রন্থে এ মতটিই উল্লেখ করা হয়েছে। উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার মা ফাতেমার জন্ম তারিখ কত মা ফাতেমার মৃত্যুর ঘটনা মা ফাতেমার জন্ম তারিখ ২০২১ মা ফাতেমার পর্দা কেমন ছিল মা ফাতেমার জীবনী বই মা ফাতেমার জন্ম তারিখ ইংরেজি মা ফাতেমার সন্তান কয়টি মা ফাতেমার নাম সমূহ
সব ফতোয়া দেখুন বিবিধ ক্যাটাগরি