ইসলামী ফতোয়া

আমার এক আত্মীয়ের এক পালকপুত্র আছে। গ্রামের এক গরীব নারীর...

উত্তর

প্রশ্ন আমার এক আত্মীয়ের এক পালকপুত্র আছে। গ্রামের এক গরীব নারীর সন্তানকে নিয়ে পালকপুত্র বানিয়েছে। আমি জানতে চাই, পিতার ঔরসজাত সন্তানের মতো পালকপুত্রও কি পিতার মীরাস পাবে? শরীয়তের বিধান কী? উত্তর পালকপুত্র ঔরসজাত সন্তানের মতো নয়। সে মীরাসের হকদার নয়। -ফাতাওয়া হিন্দিয়া ৬/৪৪৭; আদ্দুররুল মুখতার ৬/৭৬২ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
সব ফতোয়া দেখুন বিবিধ ক্যাটাগরি