ইসলামী ফতোয়া

শুনেছি, মৃত ব্যক্তিকে কবরে রেখে ফিরে আসার সময় মৃত ব্যক্তি...

উত্তর

প্রশ্ন শুনেছি, মৃত ব্যক্তিকে কবরে রেখে ফিরে আসার সময় মৃত ব্যক্তি লোকদের পায়ের জুতার আওয়াজ শুনতে পায়। একথা বিশ্বাস করা কি ঠিক? হাদীসে এ ধরনের কোনো কথা আছে কি? উত্তর হ্যাঁ, এ কথা বিশুদ্ধ সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। হাদীস শরীফে আছে, হযরত আনাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দাকে কবরে রাখার পর তার সঙ্গীরা যখন চলে যায় (এমনকি ফিরার সময়) মৃত ব্যক্তি তাদের পায়ের জুতোর আওয়াজ শুনতে পায় তখন দু’ জন ফেরেশতা তার নিকট আসেন। ...। -সহীহ বুখারী, হাদীস : ১৩৭৪; সহীহ মুসলিম, হাদীস : ২৮৭০ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার মৃত ব্যক্তিকে দেখার নিয়ম মৃত ব্যক্তিকে কবরে রাখার নিয়ম মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার নিয়ম মৃত ব্যক্তিকে কবরে রাখার দোয়া কবরে মাটি দিবার দোয়া মৃত ব্যক্তির দাফনের নিয়ম মৃত ব্যক্তির কবরে পানি দেওয়া মহিলাদের দাফনের নিয়ম
সব ফতোয়া দেখুন বিবিধ ক্যাটাগরি