ইসলামী ফতোয়া

আমাদের এলাকায় মাগরিবের পর থেকে পরদিন সূর্য উদিত হওয়া পর্যন্ত...

উত্তর

প্রশ্ন আমাদের এলাকায় মাগরিবের পর থেকে পরদিন সূর্য উদিত হওয়া পর্যন্ত স্বপ্ন বলা ও ব্যাখ্যা দেওয়া কুলক্ষণ বা দোষ মনে করা হয়। শরীয়তের এর কোনো ভিত্তি আছে কি? উত্তর না, এসময় স্বপ্ন বলতে এবং এর ব্যাখ্যা করতে শরীয়তের দৃষ্টিতে দোষের কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর পর সাহাবায়ে কেরাম থেকে স্বপ্ন শুনতেন এবং তার তা’বীর বর্ণনা করতেন। কেউ স্বপ্নের ব্যাখ্যা বা তা’বীর জানতে চাইলে তার জন্য স্বপ্ন বলার উত্তম সময় এটিই। কেননা, এতে স্বপ্ন দেখা ও বলার মাঝে সময়ের ব্যবধান কম থাকে। ফলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। উমদাতুল কারী ২৪/১৭১;ইরশাদুস সারী ১৪/৪৯০; ফাতহুল বারী ১২/৪৫৮ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার আজানের জবাব আহলে হক মিডিয়া ইমাম কি ইকামত দিতে পারবে রুকুর সময় দৃষ্টি কোথায় থাকবে আহলে হক মিডিয়া মসজিদের ভিতরে আজান দেয়ার বিধান জুমার দ্বিতীয় আযানের বিধান আল্লাহুম্মা রাব্বা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আহনাফ মিডিয়া জুমার দ্বিতীয় আযান কোথায় দিবে
সব ফতোয়া দেখুন বিবিধ ক্যাটাগরি