ইসলামী ফতোয়া

নামাযের প্রথম সারিতে দাঁড়ানো ব্যক্তি সম্পর্কে হাদীস শরীফে বিভিন্ন ফযিলত...

উত্তর

প্রশ্ন নামাযের প্রথম সারিতে দাঁড়ানো ব্যক্তি সম্পর্কে হাদীস শরীফে বিভিন্ন ফযিলত বর্ণিত হয়েছে। প্রশ্ন হল কোনো নেতৃস্থানীয় লোক যেমন মন্ত্রী, এমপি বা অন্য কেউ যদি সামনের কাতারে দাঁড়ানো লোককে সরিয়ে দেয় এবং সে স্বেচ্ছায় বা অনিচ্ছায় সামনের কাতার থেকে সরে আসে তাহলে তাদের দু’জনের মধ্য থেকে বর্ণিত সওয়াবের অধিকারী কে হবে? উত্তর এক্ষেত্রে সামনে উপবিষ্ট মুসল্লীর সম্মতি থাকলে কিংবা সে নিজেই জায়গা ছেড়ে দিলে দু’জনই সামনের কাতারের সওয়াব পাবে। আর পূর্ব থেকে বসে থাকা মুসল্লীর সম্মতি ছাড়া তাকে সরিয়ে দিয়ে অন্য কেউ বসলে পরবর্তী ব্যক্তি সামনের কাতারের সওয়াব পাবে না; বরং অন্যের হক নষ্ট করার জন্য গুনাহগার হবে। রদ্দুল মুহতার ১/৫৬৯; ইলাউস সুনান ৪/৩৬৬ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার জামায়াতে নামাজ না পড়ার শাস্তি জামাতে সালাত আদায় করলে কত গুণ বেশি সওয়াব পাওয়া যায় জামাতে সালাত আদায়ের গুরুত্ব ব্যাখ্যা করো নামাজে দাঁড়ানোর ছবি নামাজে কাতার ফাঁকা রাখা যাবে কি জামাতে নামাজ পড়ার ফজিলত আত তাহরীক জামে মসজিদে নামাজ পড়ার ফজিলত নামাজে দাঁড়ানোর নিয়ত
সব ফতোয়া দেখুন বিবিধ ক্যাটাগরি