ইসলামী ফতোয়া

একটি সীরাত-গ্রন্থের শুরুর দিকে লেখা হয়েছে, ‘প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি...

উত্তর

প্রশ্ন একটি সীরাত-গ্রন্থের শুরুর দিকে লেখা হয়েছে, ‘প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কন্যা হযরত রূকাইয়্যা রা. নিঃসন্তান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেন।’ ঐ গ্রন্থেই শেষের দিকে লেখা হয়েছে, আবদুল্লাহ ইবনে উসমান নামে রূকাইয়্যা রা.-এর একজন পুত্রসন্তান ছিল। জানতে চাই, কোন তথ্যটি সঠিক? উত্তর প্রশ্নোক্ত গ্রন্থের দ্বিতীয় বক্তব্যই সঠিক। প্রথম বক্তব্যটি লেখা হয়েছে একটি দুর্বল বর্ণনার ভিত্তিতে, যা ঠিক নয়। আলইসতিযকার ৪/১৮৪০; আলইসাবা ৭/৬৪৯; আলবিদায়া ওয়াননিহায়া ৮/২৪২; সীরাতুন্নবী আল্লামা শীবলী নুমানী ২/২৭০; তারীখুল ইসলাম আল্লামা যাহাবী ৩/৬৭৭; আলমুনতাযাম ৩/১৩৮; উয়ূনুল আছার ২/৩৮০; আলকামিল ফিত তারীখ ২/১৭৬ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার সীরাত গ্রন্থের তালিকা সবচেয়ে প্রাচীন সীরাত গ্রন্থের নাম কি সীরাত গ্রন্থের তালিকা বাংলা সীরাত পাঠের প্রয়োজনীয়তা শ্রেষ্ঠ সিরাত গ্রন্থ নবীজির সিরাত সিরাত সম্পর্কে আলোচনা বিখ্যাত সিরাত গ্রন্থ pdf
সব ফতোয়া দেখুন বিবিধ ক্যাটাগরি