ইসলামী ফতোয়া

আমি যেখানে থাকি সেখানে কয়েকটি অমুসলিম পরিবার রয়েছে। তাদের কেউ...

উত্তর

প্রশ্ন আমি যেখানে থাকি সেখানে কয়েকটি অমুসলিম পরিবার রয়েছে। তাদের কেউ অসুস্থ হলে দেখতে যাওয়া যাবে কি? এক্ষেত্রে শরয়ী কোনো বাধা আছে কি না? জানিয়ে বাধিত করবেন। উত্তর অমুসলিম প্রতিবেশী বা আত্মীয়দের কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, খোঁজখবর নেওয়া শুধু জায়েযই নয়; বরং ইসলামের নির্দেশ ও প্রতিবেশীর হক হিসাবে গণ্য। নিষিদ্ধ হল অন্তরঙ্গ সম্পর্ক গড়া, বা এমনভাবে মেলা-মেশা করা যে, নিজের দ্বীনের ক্ষতি হয়। তবে সেখানে গিয়ে নাজায়েয কোনো কিছুর সম্মুখীন হতে হলে যাবে না। এক্ষেত্রে দূর থেকেই খোঁজখবর নিবে। প্রয়োজনে সাহায্য-সহযোগিতাও করতে পারবে। মুসনাদে আহমদ ৩/১৭৫; আলমুহীতুল বুরহানী ৮/৭১; হেদায়া (ফাতহুল কাদীর) ৮/৪৯৭; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৩৫; আলবাহরুর রায়েক ৮/২০৪; রদ্দুল মুহতার ৬/৩৮৮ আদ্দুররুল মুখতার ৬/৩৮৮ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার ইসলামিক শর্ট প্রশ্ন উত্তর ইসলাম ধর্মের প্রশ্ন ইসলামিক জটিল প্রশ্ন কোন তিনটি সূরা শয়নকালে পড়া অধিক ফযিলতপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর গ্রুপ ইসলাম সম্পর্কে অমুসলিমদের প্রশ্নের জবাব ধর্মের পথে আসো ইসলামী প্রশ্নোত্তর সাইট
সব ফতোয়া দেখুন বিবিধ ক্যাটাগরি