ইসলামী ফতোয়া
স্বপ্নে আল্লাহ তায়ালাকে দেখা ৷
উত্তর
প্রশ্ন হুজুর আমার একটি প্রশ্ন জানার ছিল ৷ অনেক ওয়াজ মাহফীলে শোনা যায়, অনেক আল্লাহর ওলিরা আল্লাহকে স্বপ্নে দেখেছেন ৷ আমার জানার বিষয় হলো, আল্লাহ তায়ালাকে কি স্বপ্নে দেখা সম্ভব? যদি সম্ভব হয় সেটা কিভাবে এবং কি আকারে দেখান? জানিয়ে বাধিত করবেন ৷ উত্তর বাস্তবে এ জগতে জাগ্রত অবস্থায় যদিও আল্লাহ তাআলার দর্শন সম্ভব নয়। কিন্তু স্বপ্নযুগে আল্লাহ তায়ালা কে দেখা সম্ভব ৷ আল্লাহ তায়ালা অনেক সময় অনেক ওলি, বুজুর্গদেরকে স্বপ্নে দর্শন করিয়ে দেন। তবে কীভাবে , কি আকারে দর্শন করান এটা আল্লাহ তাআলাই ভাল জানেন। এ বিষয়ে চিন্তা-ফিকির করা, হাদীসে নিষেধাজ্ঞা এসেছে ৷ তাই আল্লাহ কে নিয়ে চিন্তা-ফিকির করা থেকে বিরত থাকা উচিত ৷ -তিরমিযি শরীফ, হাদীস: ৩২৩৫; মুসনাদে আহমদ, হাদীস: ২২১০৯; মাজমূয়ুল ফাতাওয়া ৩/৩৯০ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতী জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন