ইসলামী ফতোয়া

হাত-পা ও বুক ইত্যাদি অঙ্গের পশম কাটা৷

উত্তর

প্রশ্ন হাত-পা ও বুকের পশম কাটার হুকুম কি? এসব কাটা কি জায়েজ? উত্তর হাত-পা,বুক,পেট-পিঠ ইত্যাদি অঙ্গের পশম কাটা হারাম নয়, তবে উত্তমও নয়। তাই না কাটাই শ্রেয়৷ ‎ﻭﻓﻲ ﺣﻠﻖ ﺷﻌﺮ ﺍﻟﺼﺪﺭ ﻭﺍﻟﻈﻬﺮ ﺗﺮﻙ ﺍﻷﺩﺏ ‏( ﺭﺩ ﺍﻟﻤﺤﺘﺎﺭ، ‎ﻛﺘﺎﺏ ‎ﺍﻟﺤﻈﺮ ﻭﺍﻻﺑﺎﺣﺔ، ﻓﺼﻞ ﻓﻰ ﺍﻟﺒﻴﻊ - 9/583 ، ﻃﺤﻄﺎﻭﻯ ‎ﻋﻠﻰ ‎ﺍﻟﻤﺮﺍﻗﻰ، ﻛﺘﺎﺏ ﺍﻟﺼﻼﺓ، ﺑﺎﺏ ﺍﻟﺠﻤﻌﺔ -431 ‏) উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন পুরুষের বুকের পশম বুকের পশম দূর করার উপায় বুকের লোম কাটা কি জায়েজ মেয়েদের পায়ের লোম কাটা কি জায়েজ মেয়েদের মুখের লোম তোলা কি জায়েজ ছেলেদের হাত পায়ের লোম তোলা কি জায়েজ লোম কাটার হাদিস হাত পায়ের লোম তোলার উপায়
সব ফতোয়া দেখুন বিবিধ ক্যাটাগরি