ইসলামী ফতোয়া

তাবীজ কবজ ঝাড়ফুক ইত্যাদির ব্যবহার৷

উত্তর

প্রশ্ন ঝাড়ফুক, তাবিজ, কবজের শরঈ বিধান কি? ¤ঝাড়ফুক, তাবিজ, কবজ দিয়ে বিনিময় নেওয়া কি জায়েয আছে? উত্তর ঝাড়ফুক তাবিজ কবজ চার শর্তে জায়েয আছে; (১) কুফুরী কালাম না হওয়া। (২) লেখাগুলো অস্পষ্ট না হওয়া। (৩) কোন নাজায়েয কাজের জন্য না হওয়া। (৪) এমন আক্বীদা না থাকা যে, তাবিজের মধ্যে ই ভালো করার ক্ষমতা রয়েছে। কারন ভালো করার মালিক একমাত্র আল্লাহ। ¤উল্যেখিত শর্ত অনুযায়ী রুগ মসিবতে ঝাড়ফুক, তাবিজ, কবজ গ্রহন করাও বৈধ৷ তাবীজ কহজ দিয়ে বিনিময় নেওয়া জায়েয আছে। মুসলিম শরিফ, হাদিস নং ৫৬৭, মুসান্নাফ ইবনে আবি শাইবা- হাদিস নং ২৪০১৩, ফতোয়ায়ে শামী - ৬/৩৬৩৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসিন 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন শরীরে তাবিজ থাকলে কি নামাজ হয় ডিমে থেকে কিভাবে তাবিজ বের করে Tabiz in Islam লবণ পড়ার দোয়া তাবিজ কাকে বলে কবিরাজি চিকিৎসা কি জায়েজ তাবিজের উপকারিতা
সব ফতোয়া দেখুন বিবিধ ক্যাটাগরি