ইসলামী ফতোয়া

নামাযে সেজদা অবস্থায় বাংলাতে দোয়া করা

উত্তর

প্রশ্ন হুজুর একটি হাদীস পড়েছিলাম সিজদা অবস্থায় দোয়া করলে আল্লাহ তায়ালা অতি দ্রুত কবুল করেন৷ আমার জানার বিষয় হলো, সকল নামাযের সেজদায় কি দোয়া করা যাবে? এক আলেমের মুখে শুনেছি, নফল নামাযে সিজদা অবস্থায় বাংলাতেও দোয়া করা জায়েয আছে। তার এ কথা কতটুকু সঠিক? উত্তর ফরজ নামাযে সিজদায় দোয়া না করা উত্তম ৷ নফল নামাযে সিজদা অবস্থায় কুরআন-হাদীসে বর্ণিত দোয়াসমূহ পড়া যাবে। তবে নফল হোক কিংবা অন্য কোনো নামাযে অনারবী ভাষায় দুআ করা নিষিদ্ধ। সুনানে আবু দাউদ ১/১২৬; আদ্দুররুল মুখতার ১/৫২১; হাশিয়া তাহতাবী আলাদ্দুর পৃ. ১/২২৯; মাহমুদিয়া ১২/৮৬৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷ 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন ফরজ নামাজের সিজদায় আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে ফরজ নামাজের সিজদায় দোয়া করা যাবে কি তাহাজ্জুদ নামাজের সিজদার দোয়া সেজদায় গিয়ে যেভাবে দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করে মোনাজাতে বাংলায় দোয়া করা যাবে কি সিজদায় কিভাবে দোয়া করতে হয় সিজদা ও রুকুর দোয়া সিজদায় আল্লাহর কাছে চাওয়ার নিয়ম
সব ফতোয়া দেখুন আজান-নামাজ ক্যাটাগরি