ইসলামী ফতোয়া

কখনো আমি নামাযে মাসবুক হই। নামায শেষে ভুলক্রমে ইমামের সাথে

উত্তর

প্রশ্ন কখনো আমি নামাযে মাসবুক হই। নামায শেষে ভুলক্রমে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলি। পরে অন্যদের দেখে মনে হয়। জানতে চাই, এক্ষেত্রে কি আমার নামায ভেঙ্গে যাবে? নামায না ভাঙ্গলে কি আমার উপর সাহু সিজদা ওয়াজিব হবে? উত্তর এক্ষেত্রে ভুলক্রমে ইমামের সাথে সালাম ফিরানোর কারণে নামায ভঙ্গ হবে না। তবে এ অবস্থায় দেখতে হবে যদি আপনার সালাম ইমামের সালামের সাথেই হয় তাহলে সিজদায়ে সাহু করতে হবে না। আর যদি আপনার সালাম ইমামের সালামের পরে হয় তাহলে অবশিষ্ট নামায শেষে আপনাকে সিজদায়ে সাহু করে নিতে হবে। -বাদায়েউস সানায়ে ১/৪২২; ফাতহুল কাদীর ১/৩৩৯; শরহুল মুনইয়াহ ৪৬৫; ফাতাওয়া হিন্দিয়া ১/৯১; রদ্দুল মুহতার ১/৫৯৯ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন রবিউল আউয়াল মাস মাসিক আল কাউসার মাসবুকের মাগরিবের নামাজ মাসবুক কখন সানা পড়বে মাসবুকের নামাজ চাশতের নামাজ আলকাউসার আযান প্রচলিত ভুল আল কাউসার জামাতের গুরুত্ব আল কাউসার নামাজের মাসআলা আল কাউসার
সব ফতোয়া দেখুন আজান-নামাজ ক্যাটাগরি