ইসলামী ফতোয়া

রোযা রাখাবস্থায় মুখ ভরে বমি হলে কী রোযা নষ্ট হয়

উত্তর

প্রশ্ন রোযা রাখাবস্থায় মুখ ভরে বমি হলে কী রোযা নষ্ট হয়? উত্তর না, রোযা অবস্থায় মুখ ভরে বমি হলেও রোযা ভাঙ্গবে না। তবে ইচ্ছকৃত মুখ ভরে বমি করলে রোযা ভেঙ্গে যাবে। হাদীস শরীফে ইরশাদ হয়েছেÑ অনিচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির বমি হলে তাকে সে রোযা কাযা করতে হবে না (অর্থাৎ তার রোযা ভাঙ্গবে না)। আর যে ইচ্ছাকৃত বমি করবে সে যেন রোযার কাযা করে। -জামে তিরমিযী, হাদীস ৭২০) -মুসান্নাফে ইবনে আবি শাইবা ৬/১৮০; আল বাহরুর রায়েক ২/২৪৭; আলমুহীতুল বুরহানী ৩/৩৪৬ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার বমি করলে কি ওযু ভাঙ্গে রোজা ভঙ্গের কারণ বমি করলে কি রোজা ভেঙে যায় আহলে হক মিডিয়া অনিচ্ছাকৃত ভাবে মুখ ভরে বমি হলো এমনকি কিছু অংশ আবার গলার ভিতরে চলে গেল এ অবস্থায় বমি হলে করণীয় কি রোজা হালকা হওয়ার কারণসমূহ বীর্য বের হলে কি রোজা হবে পুজ বের হলে কি রোজা ভাঙ্গে
সব ফতোয়া দেখুন রোজা-ইতিকাফ ক্যাটাগরি