ইসলামী ফতোয়া

রোযা অবস্থায় রক্ত দিলে কি রোযা নষ্ট হয়ে যাবে

উত্তর

প্রশ্ন রোযা অবস্থায় রক্ত দিলে কি রোযা নষ্ট হয়ে যাবে? উত্তর না, রোযা অবস্থায় রক্ত দিলে রোযা ভাঙ্গে না। তাই টেস্ট বা পরীক্ষার জন্য রক্ত দেওয়া যাবে। তবে এ পরিমাণ রক্ত দেওয়া মাকরুহ যার কারণে শরীর অধিক দুর্বল হয়ে পড়ে এবং রোযা রাখা কষ্টকর হয়ে যাবে। তাই দুর্বল লোকদের জন্য রোযা অবস্থায় অন্য রোগীকে রক্ত দেওয়া ঠিক নয়। আর এমন সবল ব্যক্তি যে রোযা অবস্থায় অন্যকে রক্ত দিলে রোযা রাখা তার জন্য কষ্টকর হবে না সে রক্ত দিতে পারবে। এতে কোন অসুবিধা নেই। -সহীহ বুখারী, হাদীস ১৯৩৬, ১৯৪০, আলবাহরুর রায়েক ২/২৭৩; কিতাবুল আসল ২/১৬৮; মাজমাউল আনহুর ১/৩৬০ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার রোজা রেখে রক্ত পরীক্ষা করা যাবে রোজা রেখে রক্ত নেওয়া যাবে কি রোজা রেখে রক্ত বের হলে রক্ত নিলে কি রোজা ভেঙ্গে যায় রোজা রেখে নখ কাটা যাবে রোজা অবস্থায় ইনজেকশন দেওয়া যাবে কি দাঁত দিয়ে রক্ত পড়লে রোজা রক্ত দিলে কি কি ক্ষতি হয়
সব ফতোয়া দেখুন রোজা-ইতিকাফ ক্যাটাগরি