ইসলামী ফতোয়া
এতেকাফকারী কি জানাযা পড়ার জন্য মসজিদের বাইরে যেতে পারবে? এতে
উত্তর
প্রশ্ন এতেকাফকারী কি জানাযা পড়ার জন্য মসজিদের বাইরে যেতে পারবে? এতে কি তার এতেকাফ নষ্ট হয়ে যাবে? উত্তর ইতিকাফকারী জানাযা পড়ার জন্য মসজিদের বাইরে যেতে পারবে না। জানাযার জন্য বাইরে বের হলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। -সুনানে আবু দাউদ, হাদীস ২৪৭৩; আসসুনানুল কুবরা, বাইহাকী, হাদীস ৮৫৯৪; কিতাবুল আসল ২/১৮৩; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪৪৫ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার ইতিকাফ অবস্থায় জানাজা ইতেকাফ থেকে বের হওয়ার সময় টাকা দিয়ে ইতেকাফ এতেকাফ অবস্থায় আযান দেওয়া যাবে কি কি কি কারণে ইতিকাফ ভেঙ্গে যায় ইতিকাফ মাসিক আল কাউসার ইতেকাফে বসে কি কি করা যাবে ইতেকাফের বিধি নিষেধ