ইসলামী ফতোয়া
আমি ধুমপানে অভ্যস্ত। গত রমযান মাসে রোযা অবস্থায়ও যখন ধুমপান
উত্তর
প্রশ্ন আমি ধুমপানে অভ্যস্ত। গত রমযান মাসে রোযা অবস্থায়ও যখন ধুমপান না করার কারণে অস্থিরতা অনুভব হয়েছে তখন একদিন সামান্য ধুমপান করেছি। এতে কি আমার রোযা ভেঙ্গে গেছে? উত্তর হ্যাঁ, ঐ রোযা ভেঙ্গে গেছে। কেননা সামান্য পরিমাণ ধুমপান করলেও রোযা ভেঙ্গে যায়। আর স্বেচ্ছায় ধুমপান করার কারণে আপনার উপর ঐ রোযার কাযা এবং কাফফারা উভয়টি আদায় করা ওয়াজিব হয়েছে। (দেখুন : আদ্দুররুল মুখতার ২/৩৯৫; হাশিয়াতুত তহতাবী আলাদ্দুর ১/৪৫০; ইমদাদুল ফাত্তাহ ৬৮১ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার সিগারেট কেন হারাম কাফফারার জন্য চল্লিশটি রোজা রাখার পর অসুস্থতার কারণে রোজা ভাঙলে- ধূমপান করলে নামাজ কবুল হবে দাঁত থেকে কতটুকু পরিমাণ রক্ত বের হয়ে থুথুর সাথে পেটে চলে গেলে রোযা ভেঙ্গে যাবে? ধূমপান সম্পর্কে হাদিস ধূমপান ও মাদকাসক্তি সম্পর্কে ইসলামের নির্দেশনা তামাক খাওয়া হারাম না হালাল