ইসলামী ফতোয়া
জনৈক হাফেয সাহেব তারাবীর নামাযে সিজদার আয়াত তিলাওয়াতের পর তখনই
উত্তর
প্রশ্ন জনৈক হাফেয সাহেব তারাবীর নামাযে সিজদার আয়াত তিলাওয়াতের পর তখনই সিজদা আদায় করে। কিন্তু সিজদা থেকে উঠার পর ভুলে ঐ সিজদার আয়াত আবারও তিলাওয়াত করে। এখন এর জন্য কি পুনরায় সিজদা করা ওয়াজিব হবে? জানিয়ে বাধিত করবেন। উত্তর না, এক্ষেত্রে পুনরায় সিজদায়ে তিলাওয়াত করতে হবে না। কেননা নামাযের কোন রাকাতে একটি সিজদার আয়াত পড়ে সিজদা করার পর পরবর্তীতে ঐ আয়াত পুনরায় পড়লেও নতুন করে সিজদা ওয়াজিব হয় না। -মুসান্নাফে ইবনে আবী শাইবা ৩/৩৮৫; কিতাবুল আসল ১/৩১২; আলজামিউল কাবীর ১০; শরহুল মুনইয়া ৫০৩; রদ্দুল মুহতার ২/১১৭ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার নামাজে তেলাওয়াতে সেজদা ভুলে গেলে কুরআনে সিজদার ইতিহাস তেলাওয়াতে সিজদা কিভাবে দিতে হয় তেলাওয়াতে সেজদা কয়টি ১৪ টি সেজদার আয়াত তিলাওয়াতে সিজদা আল কাউসার নামাজে সিজদার আয়াত পড়লে সিজদার আয়াত চেনার উপায়