ইসলামী ফতোয়া

জনৈক ব্যক্তি রোযা অবস্থায় চোখে ওষুধ লাগিয়েছে। এ কারণে তার

উত্তর

প্রশ্ন জনৈক ব্যক্তি রোযা অবস্থায় চোখে ওষুধ লাগিয়েছে। এ কারণে তার রোযার কোনো ক্ষতি হয়েছে কি? উত্তর না, চোখে ওষুধ দিলে রোযার ক্ষতি হয় না। এক্ষেত্রে ওষুধের স্বাদ গলায় অনুভূত হলেও রোযা নষ্ট হবে না। -আলমুহীতুল বুরহানী ৩/৩৪৮; বাদায়েউস সানায়ে ২/২৪৪; রদ্দুল মুহতার ২/৩৯৫ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার চোখে ড্রপ দিলে রোজা আল কাউসার রোজা রেখে নাকের ড্রপ ব্যবহার করা যাবে কি রোজা রেখে চোখে ড্রপ চোখে ড্রপ দিলে কি রোজা ভাঙ্গে রোজা অবস্থায় নীচের কোন ক্ষেত্রে রোজা ভাঙবে না? রোজা অবস্থায় ইনজেকশন রোজা রেখে ইনসুলিন নেয়া রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে
সব ফতোয়া দেখুন রোজা-ইতিকাফ ক্যাটাগরি