ইসলামী ফতোয়া
রমযানে দিনের বেলা কারো যদি স্বপ্নদোষ হয় তাহলে কি রোযা
উত্তর
প্রশ্ন রমযানে দিনের বেলা কারো যদি স্বপ্নদোষ হয় তাহলে কি রোযা ভেঙ্গে যাবে? উত্তর না। স্বপ্নদোষের কারণে রোযা ভাঙ্গে না। হাদীসে আছে, আবু সাঈদ খুদরী রা. বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বস্ত্ত রোযা ভঙ্গের কারণ নয়, বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ। সুনানে কুবরা, বাইহাকী ৪/২৬৪; আদ্দুররুল মুখতার ২/৩৯৬ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার সেহরি খাওয়ার পর স্বপ্নদোষ হলে কি রোজা হবে রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে গোসলের নিয়ম স্বপ্নদোষ হলে কি করতে হবে স্বপ্নদোষ হলে কি গোসল ফরজ রাতে স্বপ্নদোষ হলে কি রোজা রাখা যাবে দিনের বেলা স্বপ্নদোষ হলে কি রোজা হবে সেহরি খাওয়ার আগে স্বপ্নদোষ হলে সেহরির আগে স্বপ্নদোষ হলে করনীয়