ইসলামী ফতোয়া

আমি রমযান মাসে দিনের বেলায় মেসওয়াক করছিলাম। এ অবস্থায় মেসওয়াকের...

উত্তর

প্রশ্ন আমি রমযান মাসে দিনের বেলায় মেসওয়াক করছিলাম। এ অবস্থায় মেসওয়াকের একটি ছোট আঁশ গলার ভিতর চলে যায়। প্রশ্ন হল, আমার ঐ রোযাটি কি সহীহ হয়েছে? নাকি এর কাযা করতে হবে? উত্তর ঐ কারণে আপনার রোযা নষ্ট হয়নি। তাই কাযাও করতে হবে না। মাবসূত সারাখসী ৩/৯৩; মাজমাউল আনহুর ১/৩৬২; ফাতাওয়া খানিয়া ১/২০৮; হাশিয়া তাহতাবী আলাল মারাকী পৃ. ৩৬১; রদ্দুল মুহতার ২/৩৯৫ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার ইফতারের সময় হয়ে গেছে মনে করে সূর্যাস্তের পূর্বে ইফতার করে ফেললে
সব ফতোয়া দেখুন রোজা-ইতিকাফ ক্যাটাগরি