ইসলামী ফতোয়া

হুজুর আমার বড় ভাই হাফেয ও আলেম। আমার আব্বা ও...

উত্তর

প্রশ্ন হুজুর আমার বড় ভাই হাফেয ও আলেম। আমার আব্বা ও আম্মা ভাইয়ার পিছনে তারাবীর নামায পড়তে চান। বাড়িতে আমার ছোট দুই বোন ও এক ভাই আছে। তারা কি একত্রে জামাত করে তারাবীর নামায পড়তে পারবেন? এক্ষেত্রে জামাতে কীভাবে দাঁড়াবে জানিয়ে বাধিত করবেন। প্রকাশ থাকে যে, জামাতে কোনো গায়রে মাহরাম পুরুষ বা মহিলা থাকে না। উত্তর আপনার ভাই বাবা, মা ও মাহরাম মহিলাদের নিয়ে বাড়িতে জামাতের সাথে তারাবীর নামায পড়তে পারবেন। এক্ষেত্রে ইমামের পিছনে পুরুষদের কাতার হবে। এর পরবর্তী কাতারে মহিলাগণ দাঁড়াবে। দাঁড়াবে।-মুসান্নাফ আবদুর রাযযাক ২/৪০৭; সুনানে কুবরা বায়হাকী ৩/১০৭; আলইসতিযকার ৫/৩৭৮; ফাতাওয়া খানিয়া ১/৯৫; আলবাহরুর রায়েক ১/৩৫২; আদ্দুররুল মুখতার ১/৫৭২ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারীর উপর ফরজ তা কোথায় উল্লেখ রয়েছে আলেমদের গোশত বিষাক্ত আলেমদের দায়িত্ব আলেমদের করনীয় জ্ঞান নিয়ে কোরআনের আয়াত উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিশ একজন আলেমের মৃত্যু কুন আলিমান হাদিস
সব ফতোয়া দেখুন রোজা-ইতিকাফ ক্যাটাগরি