ইসলামী ফতোয়া

জনৈক ব্যক্তি রমযানের প্রথম রোযার দিন এই নিয়ত করে যে,...

উত্তর

প্রশ্ন জনৈক ব্যক্তি রমযানের প্রথম রোযার দিন এই নিয়ত করে যে, আমি পূর্ণ এক মাসের রোযা রাখার নিয়ত করলাম। জানার বিষয় হল, উক্ত ব্যক্তির এই নিয়তের দ্বারা পূর্ণ এক মাসের রোযা আদায় হবে কি না? রমযান মাসে আমরা সেহরী খাই কিন্তু রোযার নিয়ত করি না। সেহরী খাওয়ার দ্বারাই কি রোযার নিয়ত হয়ে যাবে? উত্তর রমযান মাসের প্রত্যেক রোযার জন্য প্রতিদিন পৃথক পৃথক নিয়ত করা শর্ত। এক সাথে পুরো মাসের নিয়ত করা যথেষ্ট নয়। তবে রোযার উদ্দেশ্যে সেহরী খাওয়াও রোযার নিয়তের অন্তর্ভুক্ত। মৌখিক নিয়ত করা জরুরি নয়। -সহীহ বুখারী ১/২; ফাতাওয়া হিন্দিয় ১/১৯৫; ফাতাওয়া খানিয়া ১/২০০-২০১; খুলাসাতুল ফাতাওয়া ১/২৫১; আলবাহরুর রায়েক ২/২৫৯; বাদায়েউস সানায়ে ২/২২৫; আলমুহীতুল বুরহানী ৩/৩৪৪; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৫৭; আদ্দুররুল মুখতার ২/৩৭৯ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার যে রমজান মাস পেল কিন্তু ধ্বংস হোক ঐ ব্যক্তি যে রমজান রমজান পেয়েও যে গোনাহ মাফ করাতে পারল না তার জন্য ধ্বংস রমজান মাসে ক্ষমা চাওয়া সুন্নত রমজানে গুনাহ মাফ রমজানে গুনাহ মাফের দোয়া রমজান মাস পরিবর্তনের মাস
সব ফতোয়া দেখুন রোজা-ইতিকাফ ক্যাটাগরি