ইসলামী ফতোয়া
আশুরার রোযার বিধান ও রাখার পদ্ধতি৷
উত্তর
প্রশ্ন হযরত আমার জানার বিষয় হল, আশুরার রোযার হুকুম কি? এবং তা কয়টি ও কত কত তারীখ? এ বিষয়ে স্ববিস্তারে জানালে উপকৃত হবো৷ উত্তর মহররম মাসের দশ তারীখের রোযাকে আশুরার রোযা বলে ৷ আশুরার রোযা সুন্নত ৷ তবে আশুরার রোযা, ৯ ও ১০ ই মুহররম অথবা ১০ ও ১১ তারিখ মোট দুইটি রাখা সু্ন্নত। কেননা হাদীসে এসেছে, ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : ” ﺻُﻮﻣُﻮﺍ ﻳَﻮْﻡَ ﻋَﺎﺷُﻮﺭَﺍﺀَ، ﻭَﺧَﺎﻟِﻔُﻮﺍ ﻓِﻴﻪِ ﺍﻟْﻴَﻬُﻮﺩَ، ﺻُﻮﻣُﻮﺍ ﻗَﺒْﻠَﻪُ ﻳَﻮْﻣًﺎ،ﺃَﻭْ ﺑَﻌْﺪَﻩُ ﻳَﻮْﻣًﺎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আশুরার রোযা রাখ ইহুদীদের সাদৃশ্য পরিত্যাগ করে; আশুরার আগে বা পরে আরো একদিন রোযা রাখ। -মুসনাদে আহমাদ, হাদীস নং-২১৫৪; সহিহ মুসলিম হাদীস নং ১১৩৪৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতী: জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন আশুরার রোজা কয়টি আরাফার রোজার ফজিলত রোজা কেন রাখা হয়