ইসলামী ফতোয়া
শাওয়াল মাসের ছয় রোযার ফযীলত, হুকুম ও রাখার পদ্ধতি ৷
উত্তর
প্রশ্ন হযরত শাওয়াল মাসের রোযা সম্পর্কে জানতে চাই৷ এ রোযা রাখার হুকুম কি? এ রোযার ফযীলত সম্পর্কে যে শোনা যায়, সারা বছর রোযা রাখা সাওয়াব পাওয়া যাবে , তা কতটুকু সহিহ? ছয়টি রোযা কি ধারাবাহিক রাখতে হবে নাকি এক দুদিন পর পরও রাখা যাবে? বিস্তারিত জানালে উপকৃত হবো ৷ উত্তর শাওয়াল মাসে ছয়টি রোযা রাখা নফল ৷ রোযাগুলো এক সাথেও রাখা যায়, ভেঙ্গে ভেঙ্গেও রাখা যায় ৷ মাসের শুরুতে, মাঝে, ও শেষে যে কোনো সময় রাখা যায়৷ এ ছয়টি রোযা রাখলে সারা বছর নফল রোযা রাখার সাওয়াব আল্লাহ তায়ালা বান্দার আমল নামায় লিখে দেন ৷ কেননা হাদীস শরীফে এসেছে, আবু আয়্যুব আনসারী রাঃ থেকে বর্নিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমযান মাসে রোযা রাখল, অতপর শাওয়াল মাসে ছয়টি রোযা রাখল সে যেন সারা বৎসর রোযা রাখল ৷ -সহীহ মুসলিম শরীফ, হাদীস নং: ১১৬৪৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন শাওয়াল মাসের রোজা সম্পর্কে হাদিস শাওয়াল মাসের রোজা রাখার নিয়ম শাওয়াল মাসের রোজা ২০২৩ শাওয়াল মাসের রোজা কখন রাখতে হয় শাওয়াল মাসের ফজিলত ও আমল শাওয়াল মাসের দোয়া শাওয়াল মাসের রোজার ফজিলত আল কাউসার শাওয়াল মাসে বিয়ে করা সুন্নত