ইসলামী ফতোয়া
বিশে রমযান ইফতারীর পর মসজিদে প্রবেশ করলে ইতিকাফের হুকুম ৷
উত্তর
প্রশ্ন হুজুর! আমার বাবা এ রমযানের শেষ দশ দিন ইতেকাফ করার নিয়ত করেছেন৷ আজ বিশে বরমযানেই নাকি মসজিদে চলে যেতে হয় ৷ কিন্তু আজ বাড়িতে একটি ইফতার অনুষ্ঠান থাকায় ইফতারীর পর মসজিদে গেছেন ৷ জানার বিষয় হল, আমার বাবার ইতেকাফ হবে কি না? উত্তর আরবীতে দিন শুরু হয় সুর্যাস্তের সময় থেকে ৷ আর রমযানের ২১ তারীখ থেকে ঈদের চাঁদ উঠা পর্যন্ত মসজিদে ইতেকাফ করা সুন্নতে মুযাক্কাদায়ে কেফায়া ৷ উক্ত সময়ের এক মিনিট কম হলে সুন্নতে মুয়াক্কাদা ইতেকাফ আদায় হবে না ৷ অতএব রমযানের শেষ দশকের ইতেকাফ আদায় করার জন্য বিশে রমযান সার্যাস্তের আগেই মসজিদে পৌছতে হবে ৷ সুর্যাস্তের এক মিনিট পরে পৌছলেও সুন্নতে মুয়াক্কাদা ইতেকাফ আদায় হবে না ৷ সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বাবা ইফতীরর পর মসজিদে পৌছার কারণে তার সুন্নতে মুয়াক্কাদা ইতেকাফ হবে না ৷ নফল হয়ে যাবে ৷ সহীহ বোখারী, হাদীস: ২০২০; ফতওয়ায়ে শামী, ৩/৪৪৪৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন ইতিকাফের ফজিলত ইতিকাফের সময়সীমা ইতিকাফের দোয়া ইতিকাফ অবস্থায় গোসল ইতিকাফের নিয়ম ইতিকাফের নিয়ত অস্থায়ী মসজিদে ইতিকাফ নফল ইতিকাফের নিয়ম