ইসলামী ফতোয়া
                    
                                        
                                    রোযা অবস্থায় তৈল, বাম, আতর, সেন্ট, স্প্রে ইত্যাদি ব্যবহার করা ৷
উত্তর
                        প্রশ্ন  জনাব মুফতী সাহেব! আমার প্রশ্ন হল, রোযা রেখে মাথা ব্যথার বাম,শরীরে বা মাথায় তৈল ব্যবহার করলে কি রোযার কোনো ক্ষতি হবে? এবং রোযা রেখে আতর, সেন্ট, বডি স্প্রে, রোম স্প্রে ইত্যাদির হুকুম কি? বিস্তারিত জানালে খুশি হবো ৷  উত্তর  রোযা নষ্ট হওয়ার সম্পর্ক হল, নির্দিষ্ট রাস্তা দিয়ে গ্রহনযুগ্য খালি জায়গায় কোনো কিছু প্রবেশ করা ৷ লোমকূপ দ্বারা কোনো কিছু প্রবেশ করলেও রোযা ভঙ্গ হবে না ৷ সুতরাং রোযাবস্থায় বাম শরীরে বা মাথায় তৈল ব্যবহার করলে রোযার কোনো ক্ষতি হবে না। তেমনিভাবে আতর সেন্ট, স্প্রে ইত্যাদি সুগন্ধি ফুলের ঘ্রাণ দ্বারা রোযা ভঙ্গ হয় না। কেননা, এসব জিনিষ ব্যবহার করলে কোনো কিছু প্রবেশ করলেও তা লোমকূপ দ্বারা প্রবেশ করে ৷ আর লোমকূপ দ্বারা কোন জিনিস শরীরের ভিতর প্রবেশ করলে রোযা ভঙ্গ হয় না। -মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদীস, ৭৪৬৮ ; ফতওয়ায়ে হিন্দিয়া:১/২০৩ ৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷    উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন        রোজা অবস্থায় আতর ব্যবহারের হুকুম    রোজা অবস্থায় সুগন্ধি ব্যবহার করার বিধান কী    ইফতারের সময় হয়ে গেছে মনে করে সূর্যাস্তের পূর্বে ইফতার করে ফেললে    রোজা ভঙ্গের কারণ      রোজা রেখে কি কি করা যাবে না    অসুস্থ ব্যক্তির জন্য রোজা    রোজা অবস্থায় নখ কাটা যাবে কি    রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা হবে কি