ইসলামী ফতোয়া

রোযা অবস্থায় নখ চুল ও শরীরের অন্যান্য লোম পরিস্কার করা ৷

উত্তর

প্রশ্ন হুজুর রোযা রেখে নখ কাটা যাবে কি? এবং রোযা অবস্থায় মাথার চুল, বগলের চুল, নাভির নিচের পশম ইত্যাদি কাটলে রোযার কোনো ক্ষতি হবে কি না? জানাবেন ৷ উত্তর নখ চুল ও শরীরে অন্যান্য অবাঞ্ছিত লোম পরিস্কার করা সুন্নত ৷ এর সাথে রোযা ভঙ্গের কোন সম্পর্ক নেই ৷ রোযা নষ্ট হওয়ার সম্পর্ক হল পানাহার ও সহবাসের সাথে। সুতরাং রোযা অবস্থায় নখ চুল ও অন্যান্য লোম পরিস্কার করতে পারবেন ৷ এতে রোযার কোনো ক্ষতি হবে না ৷ -মুসান্নাফ আবদুর রাযযাক, হাদীস : ৭৪৬৮৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন রোজা রেখে নাভির নিচের লোম কাটা যাবে কি রোজা রেখে স্ত্রীকে চুমু দেওয়া যাবে রোজা রেখে নখ কাটা যাবে কিনা রোজা রেখে চুল কাটা যাবে কিনা রোজা থেকে স্বপ্নদোষ হলে রোজা রেখে গোপন লোম কাটা যাবে রোজা অবস্থায় রোজা রেখে সহবাস করা যাবে কি
সব ফতোয়া দেখুন রোজা-ইতিকাফ ক্যাটাগরি