ইসলামী ফতোয়া

রোযা অবস্থায় সপ্নদোষ বা অশ্লীল জিনিষ দেখে বীর্যপাত হলে রোযার হুকুম ৷

উত্তর

প্রশ্ন হুজুর আজ সেহরীর পরে ঘুমানোর পর স্বপ্নদোষ হয় ৷ এতে বীর্যপাত হয় ৷ জানতে চাই আমার রোযা কি ভেঙ্গে গেছে? আরেকটি প্রশ্ন, কিছু মনে করবেন না ৷ রোজা রাখা অবস্থায় পর্নোগ্রাফি দেখার কারণে বীর্যপাত হলে রোজা কি নষ্ট হয়ে যায়? উত্তর রোযা অবস্থায় স্বপ্নদোষ হলে রোযা ভাঙ্গে না ৷ অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার রোযা ভাঙ্গেনি ৷ আর রোযা অবস্থায় শুধু পর্নোগ্রাফি দেখার কারণে বীর্যপাত হলে রোজা নষ্ট হয় না। তবে এসব অশ্লীল জিনিষ দেখে দেখে হস্তমৈথুন করে বীর্যপাত হলে রোজা ভেঙ্গে যাবে। এবং উক্ত রোযাটি কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না। বলা বাহুল্য যে, এসব অশ্লীল জিনিষ দেখা জঘন্নতম গুনাহের কাজ ৷ তাই সর্বাবস্থায় এধরনের জঘন্ন কাজ থেকে সকলের জন্য বিরত থাকা অপরিহার্য৷ -কিতাবুল আসল ২/২০৩; হেদায়া ১/২১৭; ফতহুল কাদির ২/৩৩৭; বাহরুর রায়েক ২/৪৭৬৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
সব ফতোয়া দেখুন রোজা-ইতিকাফ ক্যাটাগরি