ইসলামী ফতোয়া
                    
                                        
                                    রোযা অবস্থায় হস্তমৈথুন করলে রোযার হুকুম ৷
উত্তর
                        প্রশ্ন  হুজুর রোযা রেখে হস্তমৈথুন করলে কি রোযা ভেঙ্গে যাবে? যদি ভেঙ্গে যায় তাহলে কি তার কাযা ও কাফ্ফারা উভয়টি আবশ্যক হবে নাকি শুধু কাযা করলেই চলবে? জানাবেন প্লীজ ৷  উত্তর  রোযা রেখে হস্তমৈথুন করে বীর্যপাত করলে রোযা ভেঙ্গে যাবে। তবে এক্ষেত্রে শুধু কাযা আবশ্যক হবে। কাফফারা দিতে হবে না। আর যদি বীর্যপাত না হয় তাহলে রোযা ভাঙ্গবে না ৷ বলা বাহুল্য যে, হস্তমৈথুন করা ইসলামী শরীয়তের দৃষ্টিতে একটি নাজায়েয ও অত্যান্ত গর্হিত কাজ ৷ তাই এ বদ অভ্যাস থেকে বিরত থাকা অপরিহার্য ৷ -আল বাহরুর রায়েক, ১/২৪৭৫; ফতওয়ায়ে শামী, ১/১৪২; ফতওয়ায়ে হিন্দিয়া ১/২০৫; ফতওয়ায়ে দারুল উলুম, ৬/৪১৭৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷    উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন        কত দিন পর পর বীর্য ফেলা উচিত    মনি বের হলে কি রোজা ভেঙ্গে যায়    রোজা কাজা করার নিয়ম    রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা হবে কি      কি কি কারণে রোজা ভেঙে যায়    রোজা রেখে স্বপ্নদোষ হলে কি হয়    রোজা হালকা হওয়ার কারণসমূহ    কিস করলে কি রোজা ভেঙে যায়