ইসলামী ফতোয়া
                    
                                        
                                    রোযা অবস্থায় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা ৷
উত্তর
                        প্রশ্ন  হুজুর রোযা রেখে কি টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে? যদি দাঁত ব্রাশ করি তাহলে কি রোযা নষ্ট হয়ে যাবে? অনুগ্রহপুর্বক জানাবেন৷  উত্তর  রোযা অবস্থায় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা মাকরূহ। আর পেস্ট যদি গলার ভেতর চলে যায় তাহলে রোযাই নষ্ট হয়ে যাবে। তাই রোযা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে ৷ এবং মিসওয়াক ব্যবহার করবে ৷ যদি টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে হয় তাহলে সাহরীর সময় শেষ হওয়ার আগেই করে নিবে। অথবা ইফতারীর পর করবে ৷ -জাদীদ ফিকহী মাসায়েল, ১/১০২; ইমদাদুল ফাতাওয়া ২/১৪১; মাসায়েলে রোযা, পৃ: ৬৭৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷    উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন