ইসলামী ফতোয়া
                    
                                        
                                    তারাবীর নামাযে এক রাকাতে তিনবার সূরা ইখলাস পড়া কি মুস্তাহাব?
উত্তর
                        প্রশ্ন  গতকাল আমাদের মসজিদে মাইকে তারাবীর এ'লান করার সময় হুজুর বললেন, তারাবীর এক রাকাতে সূরা ইখলাস তিনবার পড়াতে। বলা হয়ে থাকে, এ রকম পড়া মুস্তাহাব। অনুগ্রহপূর্বক এই মাসআলার বিষয়ে শরীয়তের দৃষ্টিকোণ থেকে ফয়সালা জানানোর অনুরোধ রইল।  উত্তর  তারাবীহ নামায পড়ার ক্ষেত্রে সূরা ইখলাস তিনবার পড়ার কোনো বিধান শরীয়তে নেই। সাহাবা-তাবেয়ীন থেকেও এমন কোনো আমলের প্রমাণ নেই। ফকীহগণ এসব আমলকে অপছন্দ করেছেন। তাই এ থেকে বিরত থাকবে এবং অন্য সূরার ন্যায় যথানিয়মে একবারই পড়বে। -ফাতাওয়া উসমানী ১/৫১০; আহসানুল ফাতাওয়া ৩/৫০৯ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷    উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন        তারাবির নামাজ সুন্নত নাকি নফল    তারাবির নামাজ পড়া কি বাধ্যতামূলক    তারাবির নামাজ কত রাকাত    তারাবির নামাজের ইতিহাস      তারাবির নামাজের সময় ২০২৩    তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে    তারাবির নামাজ কি সুন্নতে মুয়াক্কাদা    তারাবির নামাজের ওয়াক্ত কয়টা পর্যন্ত