ইসলামী ফতোয়া

২২ ই রজবে শিরনী পাকিয়ে বাড়ি বাড়ি বন্টন করা ৷

উত্তর

প্রশ্ন গতকাল অর্থাৎ রজবের ২২ তারিখে আমাদের এলাকায় অনেককেই দেখা গেছে শিরনী পাকিয়ে তা বাড়িতে বাড়িতে বন্টন করেছে । শরীয়তে তার বিধান কি ? উত্তর এটি সুষ্পষ্ট বিদআত ও সাহাবী বিদ্বেষী উৎসব হবার কারণে ঈমান বিধ্বংসী উৎসবও বটে । তাই তা পরিহার করা প্রতিটি মুসলমানদের জন্য আবশ্যক। কারণ প্রচলিত উক্ত প্রথাটির আবিস্কারক শিয়ারা। এটি আহলে সুন্নত ওয়াল জামাতের কোন কাজ নয় ৷ শিয়াদের বিশ্বাস হলো, এদিন হযরত ইমাম জাফর সাদিক জন্মগ্রহন করেছেন । সেই খুশিতে তারা এ রুসুম পালন করে থাকে। কিন্তু এটি সঠিক নয় ৷ কারণ এদিন জাফর সাদিক জন্ম গ্রহণ করেননি। বরং তিনি জন্ম গ্রহণ করেছেন ৮০ বা ৮৩ হিজরীর ৮ই রমজান মাসে । সুতরাং বাইশে রজবের সাথে জাফর সাদিক রহঃ এর জন্মগ্রহনের কথা সম্পূর্ণ মিথ্যা ৷ আসল কথা হলো, এদিন হযরত আমীরে মুয়াবিয়া রাঃ ইন্তেকাল করেছেন। তাফসীরে তাবারী,৪/২৩৯ ৷ এতে স্পষ্ট বুঝা যায়, হযরত মুয়াবিয়া রাঃ এর দুশমন শিয়ারা তাঁর ইন্তেকালে খুশি হয়ে এ জঘন্য উৎসব পালন করে থাকে। কিন্তু তাদের এ ঘৃণ্যতাকে ঢাকার জন্য মিথ্যাচার করে বলে এদিন জাফর সাদিক জন্ম গ্রহণ করেছেন। অতএব বুঝা গেল এটি মূলত মুয়াবিয়া রাঃ এর দুশমনদের উৎসব। মুসলমানদের নয়। তাই এ কর্ম থেকে সকলকে বিরত থাকা জরুরী। মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
সব ফতোয়া দেখুন রোজা-ইতিকাফ ক্যাটাগরি