ইসলামী ফতোয়া
                    
                                        
                                    সেহরী না খেয়ে নফল রোযা রাখা৷
উত্তর
                        প্রশ্ন  জনৈক ব্যক্তি ভোরে ঘুম থেকে উঠতে না পারায় সেহরী না খেয়েই সকালে নফল রোযা রাখার নিয়ত করেছে। আমার প্রশ্ন হল, সেহরী না খেয়ে রোযা রাখার দ্বারা রোযাটি হয়েছে কি?  উত্তর  রোযার জন্য সেহরী খাওয়া জরুরি নয়; বরং মুস্তাহাব। সেহরী না খেলেও রোযা হয়ে যায়। রোযার কোন ক্ষতি হয় না। -সহীহ বুখারী ১৯২৩; উমদাতুল কারী ১০/৩০০; রদ্দুল মুহতার ২/৪১৯৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন 01756473393  উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন        নফল রোজার সেহরির সময় ২০২২    সেহরি না খেয়ে রোজা রাখা যাবে কি    নফল রোজার নিয়ত কখন করতে হয়    নফল রোজার সেহরির শেষ সময়      সেহরিতে উঠতে না পারলে    নিয়ত না করলে কি রোজা হবে    শুধু পানি খেয়ে কি রোজা রাখা যায়    নফল রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা