ইসলামী ফতোয়া
                    
                                        
                                    রমযান মাসে রোযা অবস্থায় অসুস্থতার কারণে এক ব্যক্তির বমি হয়।...
উত্তর
                        প্রশ্ন  রমযান মাসে রোযা অবস্থায় অসুস্থতার কারণে এক ব্যক্তির বমি হয়। এর দ্বারা কি তার রোযা
ভেঙ্গে গেছে? এখন তার
কী করণীয়?  উত্তর  না, একারণে তার রোযা ভাঙ্গেনি। কেননা রোযা অবস্থায় অনিচ্ছাকৃত বমি হলে (যদি তা বেশিও হয়) (যদি তা বেশিও হয়) রোযা ভাঙ্গে না। অবশ্য কেউ ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে রোযা ভেঙ্গে যাবে। হাদীসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোযা অবস্থায় (অনিচ্ছাকৃত) বমি হলে তা কাযা করতে হবে না। কিন্তু ইচ্ছাকৃত বমি করলে সে যেন তা কাযা করে নেয়। -জামে তিরমিযী, হাদীস ৭২০; কিতাবুল আসল ২/২০২; আলমুহ  উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন        সিয়াম মাসিক আল কাউসার    ইফতারের ফজিলত মাসিক আল কাউসার    রোজা অবস্থায় মাসিক হলে করণীয় আল কাউসার    রোজার মাসায়েল আল কাউসার      ইতেকাফের মাসায়েল আল কাউসার    রমজানের ফাযায়েল ও মাসায়েল    রোজার কাফফারা মাসিক আল কাউসার    রমজান আলকাউসার