ইসলামী ফতোয়া
আমি নরওয়ের প্রবাসী। আমি যে অঞ্চলে থাকি সেখানের শীত ও...
উত্তর
প্রশ্ন আমি নরওয়ের প্রবাসী। আমি যে অঞ্চলে থাকি সেখানের শীত ও গ্রীষ্মে টানা দু মাস রাত ও দু মাস দিন থাকে। তাই জানার বিষয় হল, রমযানে কীভাবে রোযা রাখব? উত্তর প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের নিকটতম পার্শ্ববর্তী যেদেশে চবিবশ ঘণ্টা হিসাবে স্বাভাবিক নিয়মে দিন রাত হয় সে দেশের সময়সূচি অনুযায়ী নামায রোযা আদায় করবেন। -রদ্দুল মুহতার ১/৩৬৬; তুহফাতুল মুহতাজ ২/১৯; আলমাজমূ ৩/৪৩; হাশিয়াতুশ শারওয়ানী ২/১৯; মাজমুআতুল ফাতাওয়াশ শারঈয়াহ ১৪/১০৩; ফিকহুন নাওয়াযিল ২/১৫২ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে বক্তা কে পংক্তির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা শান্তিনিকেতনের ইতিহাস স্বরাজ সম্পর্কে গান্ধীজীর ধারণা pdf শ্রীনিকেতন কে কবে প্রতিষ্ঠা করেন (xviii) রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন মহাত্মা গান্ধীর আত্মজীবনী pdf download