ইসলামী ফতোয়া

রোজা রেখা অবস্থায় পর্নোগ্রাফি দেখার কারণে বীর্যপাত হলে রোজা কি...

উত্তর

প্রশ্ন রোজা রেখা অবস্থায় পর্নোগ্রাফি দেখার কারণে বীর্যপাত হলে রোজা কি নষ্ট হয়ে যাবে? উত্তর রোজা রাখা অবস্থায় শুধু পর্নোগ্রাফি দেখার কারণে রোজা নষ্ট হবে না। চাই রমজানের রোজা হোক বা অন্য রোজা হোক। তবে যদি হস্তমৈথনের কারণে বীর্যপাত হয়, তাহলে রোজা ভেঙ্গে যাবে। এই রোজা পুনরায় কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না। (কিতাবুল আসল ২/২০৩) (হেদায়া ১/২১৭) (ফথুল কাদির ২/৩৩৭) (বাহরুর রায়েক ২/৪৭৬) উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
সব ফতোয়া দেখুন রোজা-ইতিকাফ ক্যাটাগরি