ইসলামী ফতোয়া

এক ব্যক্তি ঈদের নামাযের প্রথম রাকাত পায়নি। দ্বিতীয় রাকাত শুরু...

উত্তর

প্রশ্ন এক ব্যক্তি ঈদের নামাযের প্রথম রাকাত পায়নি। দ্বিতীয় রাকাত শুরু থেকেই পেয়েছে। এখন সে বাকি এক রাকাত কীভাবে পড়বে? তখন কি অতিরিক্ত তাকবীর বলতে হবে? উত্তর ঐ ব্যক্তি ছুটে যাওয়া রাকাতটি আদায়ের সময় প্রথমে সূরা কেরাত পড়বে, এরপর রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত তিনটি তাকবীর বলবে। প্রত্যেক তাকবীরের পর হাত না বেঁধে ছেড়ে দিবে। এরপর রুকুর তাকবীর বলে রুকুতে যাবে। -কিতাবুল আছল ১/৩২২; বাদায়েউস সানায়ে ১/৬২৩; রদ্দুল মুহতার ২/১৭৪ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার ঈদের নামাজে রাকাত ছুটে গেলে ঈদের নামাজে মাসবুক হলে ঈদের নামাজে ভুল হলে করনীয় জুমার নামাজে মাসবুক হলে ঈদের খুতবার বিধান
সব ফতোয়া দেখুন ঈদ ক্যাটাগরি