ইসলামী ফতোয়া
ছেলে বাচ্চাদের হাতে মেহেদী লাগানো বিধান ৷
উত্তর
প্রশ্ন ঈদের সময় আমি আমার চার বছর বয়সের বাচ্চার হাতে মেহেদী লাগিয়েছিলাম ৷ একজন দেখে আমাকে বললেন, ছেলে বাচ্চাদের হাতে মেহেদী লাগানো ঠিক না৷ জানার বিষয় হল, তার কথা কতটুকু সঠিক? ছোট ছেলে বাচ্চাদের হাতে মেহেদী লাগানোর শরয়ী বিধান কি? জানালে উপকৃত হব। উত্তর বিনাপ্রয়োজনে ছেলে বাচ্চাদের হাতে মেহেদী লাগানো মাকরুহে তাহরীমী। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত ব্যক্তির কথা সঠিক ৷ অবশ্য মেয়েরা ছোট হোক বড় হোক সুন্দর্যের জন্য তাদের সকল অঙ্গে মেহেদী লাগাতে পারবে। এতে কোনো সমস্যা নেই৷ -ফতওয়া খানিয়া আলা হামিশি হিন্দিয়া ৩/৪১৩; রদ্দুর মুহতার ৯/৫২২; ফতওয়া হিন্দিয়া ৫/৩৫৯৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন টিউব মেহেদী ব্যবহারের হুকুম মেহেদী লাগানো কি ইসলামে জায়েজ হাতে মেহেদি দিলে কি নামাজ হবে ছেলেদের মেহেদী দেওয়া কি জায়েজ কাভেরি মেহেদী কি হালাল হাতে মেহেদি দেওয়ার নিয়ম মেহেদী দেওয়া কি সুন্নত