ইসলামী ফতোয়া

ঈদের প্রথম খুতবার শুরুতে লাগাতার ৯ বার এবং দ্বিতীয় খুতবার...

উত্তর

প্রশ্ন ঈদের প্রথম খুতবার শুরুতে লাগাতার ৯ বার এবং দ্বিতীয় খুতবার শুরুতে সাতবার এবং খুতবার শেষে ১৪ বার তাকবীর বলার হুকুম কী? হাদীস-আসারে এর কোনো প্রমাণ আছে কি? আর এক্ষেত্রে শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে, না পূর্ণ তকবীরে তাশরীকই পড়বে? দলিল- প্রমাণসহ বিস্তারিত জানতে চাই। উত্তর ঈদের প্রথম খুতবা শুরু করার আগে শুরুতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এভাবে লাগাতার নয় বার তাকবীর বলা এবং দ্বিতীয় খুতবার শুরু করার আগে সাতবার তাকবীর বলা মুস্তাহাব। উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবাহ রাহ. ও ইসমাঈল ইবনে উমাইয়া রাহ. থেকে এটি বর্ণিত আছে। (আলআওসাত ৪/৩২৮; কিতাবুল উম ১/২৭৩) দ্বিতীয় খুতবার শেষে ১৪ বার তাকবীর বলার কথা হাদীস- আসারে পাওয়া যায়নি। (এলাউস সুনান ৮/১৬১) -আলমুগনী, ইবনে কুদামা ৩/২৭৭; মাজমূ ৫/২৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫০; এলাউস সুনান ৮/১৬১ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন ঈদের খুতবায় তাকবীর কয়টি ঈদুল ফিতরের খুতবা পড়ার নিয়ম ঈদের খুতবায় তাকবির বলার নিয়ম বক্তব্যের শুরুতে খুতবা ঈদুল ফিতরের ২য় খুতবা ঈদুল আজহার নামাজের খুতবা ঈদের খুতবার সুন্নাত ঈদের খুতবার বিধান
সব ফতোয়া দেখুন ঈদ ক্যাটাগরি