এভাবে কারো নাম আম্বিয়া খাতুন রাখা অনেক বড় ভুল। কারণ আম্বিয়া হল,নবী শব্দের বহুবচন।
যার অর্থ নবীগণ। তাহলে এটা কি কারো নাম হতে পারে??
কুরআনে কারীমের একটি সূরার নাম ‘আম্বিয়া’ এবং কুরআনের বহু স্থানে আম্বিয়া শব্দটি এসেছে। সে কারণেই হয়ত শব্দটি কারো পছন্দ হয়েছে এবং তার কন্যার নাম রেখে দিয়েছে আম্বিয়া। কিন্তু নামটি রাখার পূর্বে যদি কোনো আলেমকে জিজ্ঞেস করে অর্থ জেনে নেয়া হত তাহলে হয়ত এ বিপত্তি ঘটত না। এখানে মাত্র একটি নামের উদাহরণ পেশ করা হলো।সুতরাং যে কোনো শব্দ পছন্দ হলেই সেটি নাম হিসেবে গ্রহণ করব না। বরং নাম রাখার পূর্বে জেনে নেব এ শব্দটি পুত্র বা কন্যার নাম রাখা যায় কি না। সাথে সাথে কোন বিজ্ঞ আলেম হতে নামের বিষয়ে ইসলামের নির্দেশনা জেনে নিব; কোন নাম আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, কোন ধরনের নাম রাখা যাবে, কোনটা যাবে না।
আল্লাহ পাক সবাইকে সহিহ বুঝ দান করুন
আমীন ইয়া রব …
#শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।
Home » অন্যান্য »
3000+ Premium WORDPRESS Themes and Plugins
Download PHP Scripts, Mobile App Source Code
নোটঃ একটি ভুল নাম:> আম্বিয়া খাতুন Download করতে কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে জানান। যোগাযোগ করতে এখানে ক্লিক করুন।
একটি ভুল নাম:> আম্বিয়া খাতুন
নোটঃ একটি ভুল নাম:> আম্বিয়া খাতুন Download করতে কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে জানান। যোগাযোগ করতে এখানে ক্লিক করুন।