প্রশ্ন
ক) নামাযের ওয়াক্ত শুরু হওয়ার কিছুক্ষণ পর কোনো মেয়ের হায়েয শুরু হলে তাকে ঐ ওয়াক্তের নামায কাযা করতে হবে কি?
খ) আরেক মেয়ে ইশার শুধু ফরয ও সুন্নত নামায আদায় করেছে। আর বিতরের নামায শেষ রাতে উঠে পড়বে মনে করে ঘুমিয়ে যায়, কিন্তু ফজরের আযানে তার ঘুম ভাঙ্গে। উঠে দেখে তার হায়েয শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হল, ঐ বিতরের নামায কাযা করতে হবে কি না?
উত্তর
ক) না, যে ওয়াক্তে মাসিক শুরু হয়েছে ঐ ওয়াক্তের কাযা করতে হবে না।
খ) হ্যাঁ, পবিত্র হওয়ার পর ঐ রাতের বিতর কাযা করে নিতে হবে।
মুসান্নাফ আবদুর রাযযাক, আছার : ১২৯০; উসূলুস সারাখসী ১/৩৩; রদ্দুল মুহতার ১/১৯১
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
হায়েজ কত দিন থাকে
হায়েজ ও নেফাসের সময়সীমা
হায়েজ নেফাস কি
হায়েজ নেফাসের মাসআলা
হায়েজ অবস্থায় কি কি করা যাবে না
হায়েজ অবস্থায় সহবাসের হুকুম
হায়েজ অবস্থায় কুরআন পড়ার বিধান
হায়েজ কি