প্রশ্ন
কখনো দেখা যায়, নামাযের ওয়াক্ত শুরু হওয়ার পর নামায আদায়ের পূর্বেই হায়েয আরম্ভ হয়। জানতে চাই, পরবর্তীতে ঐ ওয়াক্তের নামায কি কাযা করা জরুরি?
উত্তর
নামাযের ওয়াক্ত শুরু হওয়ার পর নামায আদায়ের পূর্বে ওয়াক্তের মধ্যেই হায়েয আরম্ভ হলে এই ওয়াক্তের নামাযও মাফ হয়ে যায়। অতএব পরবর্তীতে এই ওয়াক্তের নামায কাযা করা লাগবে না।
Ñমুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ৭৩১৩; মাবসূত, সারাখসী ২/১৪; ফাতহুল কাদীর ১/১৫২; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪৮৩; মাজমাউল আনহুর ১/৭৯; রদ্দুল মুহতার ১/২৯১
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
যোহরের নামাজের ওয়াক্ত শেষ কখন
ফজরের আজানের আগে নামাজ পড়া যাবে কিনা
দেরিতে নামাজ পড়ার শাস্তি
যোহরের নামাজের ওয়াক্ত শুরু ও শেষ
ফজরের নামাজের সময়
এশার নামাজের ওয়াক্ত শুরু ও শেষ
যোহরের নামাজের শেষ সময় ঢাকা
ফজরের নামাজের উত্তম সময়