নবী করীম সাঃ এর মেহমান : ত্বালীবুল ইলেমদের প্রতি:
হাকীমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানবী (রহঃ) এর মূল্যবান নসীহতনামা :-
★ ছাত্র জীবনে স্বাস্থ্য ও অবসর সময়কে গনিমত
ও সুবর্ণ সযোগ মনে করবে।
★ তোমার সহপাঠী যদি লেখা-পড়ায় ভুল করে
তাহলে তুমি এতে হাসবে না. কারণ এতে জঘন্যতম
দুটি অপরাধ হবে।
১. এতে তোমার অহংকার প্রকাশ পাবে।
২. মুসলমান ভাইয়ের অন্তরে আঘাত লাগবে।
আর উপরক্ত উভয়টিই হারাম।
★ কথা বা কাজে ভুল হলে সাথে সাথে নিজের ভূল
স্বীকার করবে. কোন টালবাহানা করবে না।
★ তুমি বড় আলেম বা উচ্চমর্যাদাবান হয়ে গেলেও
নিচের তব্কার উস্তাদকে সন্মান করবে।
:- বরং
উপরের ক্লাসের উস্তাদের চেয়ে বেশী
সম্মান করা উচিত। কারণ তিনিই তোমার জন্য বেশি
কষ্ট করেছেন। তার প্রতি সম্মান দেখানোই
আপন যোগ্যতা ও বিনয়ের পরিচয়।
★ যে কোন প্রয়োজনে উস্তাদের দরবারে
ছাত্র নিজেই উপস্থিত হবে।
★ সর্বাবস্থায় আল্লাহর সাথে সুদৃঢ় সম্পর্ক রাখবে।
এতে সমস্ত জিনিস তোমার অনুকূলে এসে যাবে।
অন্যতায় সবকিছু তোমার প্রতিকূলে চলে
যাবে।
_____________________________________________
রাব্বে করীম : সকল ত্বলাবায়ে ঈযাম কে
উল্লেখিত উপদেশ-গুলো
পরিপূর্ণভাবে মানার এবং সেই অনুযায়ী নিজের
জীবনকে পরিচালনা করার তাওফিক ইনায়াত করুন :
::::::আমীন:::ইয়া::আরহামার::রাহিমীন::::::
মাওলানা শহীদুল ইসলাম ক্বাসেমীর ফেইসবুক থেকে নেয়া