নবী করীম (সা) এর রওযা পাভৈকর বিবরণ
বর্ণনা পরম্পরা সুত্রে সন্দেহাততী ৩াবে বর্ণিত হয়েছে যে, নবী কবীম (সা) অ ইং ৷৷(রা) এর
জন্য বিশিষ্ট হুজরা য় সমাহিত হন ৷ অর্থাৎ মসজিদে নবাবীর পুর্ব প্ৰাম্ভস্থিত হলো র সম্মুখ ভাগের
পশ্চিম কো ড়াণে ৷ পরে এবইিড়া স্থানে সমাহিত হন আবু বকর (রা) এবংত ৷রও পরে উমর (রা) ৷ এ
প্ৰসংগে বুখারী (র) বলেছেন, মুহাম্মদ ইবন যুকাতিল (র) সুফিয়া ন আ ত্ তাম্মা র (র) থেকে
বর্ণিত ৷ তিনি (স্বীয় শাগিরদ) আবু বকর ইবন আয়্যাশ (র)-কে বিবরণ দিয়েছেন যে, তিনি নবী
করীম (না)-এর কবরটি উটের পিঠের আকৃতির দেখেছেন ৷ এ বর্ণনা একাকী বুখরীি (র)-এর ৷
আবু দাউদ (র) বলেছেন, আহমদ ইবন সালিহ (র) কাসিম (র) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, আমি
আইশা (রা)-এর নিকটে গিয়ে র্তাকে বললাম ৷ আম্মাজান ! রাসুলুল্লাহ (সা) এবং তীর সঙ্গীদ্বয়ের
কবরওলি আমার জন্য একটু খুলে দিন না! তখন তিনি আমার সামনে তিনটি কবর উন্মুক্ত করলেন,
যেগুলি উচুও ছিল না এবং মাটির সাথে সম্পুর্ণ মিশেও ছিল না; যমীন ছিল লাল বর্ণের (এভাবে)
১ ৷ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস্যল্লাম
প ২ ৷ আবুবকর (রা) পু
৩ ৷ উমর (রা
এ রিওয়ায়াত একাকী আবু দাউদ (র) বর্ণিত ৷ হাকিম ও বায়হাকী (র) হাদীসটি বর্ণনা
করেছেন, ইবন আবু ফুদায়ক (র) সুত্রে কাসিম (র) থেকে ৷ তিনি বলেন, আমি প্রত্যক্ষ
করলাম, নবী করীম (সা) সর্বগ্রোবর্তী, আবু বকর (রা) এর মাথা নবী করীম (না)-এর র্কাধ
বরাবর এবং উমর (রা) এর মাথা নবী করীম (না)-এর পা বরাবর ৷ বায়হাকী (র) বলেছেন,
এ রিওয়ায়াত থেকে প্রতীয়মান হয় যে, তাদের কবরগুলি সমতল ৷ কেননা, সমতল ক্ষেত্র
ব্যতীত কং কর স্থির থাকে না ৷
(মন্তব্য ৪) বায়হাকী (র)-এর এ বক্তব্য বিস্ময়কর ৷ কেননা, রিওয়ায়াতে কংকর-এর
উল্লেখ একেবারেই নেই ৷ আর তা থাকার কথা ধরে নিলেও এমন হতে পারে যে, কবর উটের
পিঠাকৃতির হবে এবং তার উপরে কাদামাটি ইত্যাদির সাহায্যে কং কর বসানো হয়ে থাকবে ৷
ওয়া ৷কিদী (র) তো দারাওয়ড়ারদী (র) সুত্রে (জা ফরের পিতা) মুহাম্মদ (র) থেকে রিওয়ায়াত
করেছেন ৷ তিনি বলেন, নবী করীম (সা) এর কবর সমতল বিশিষ্ট করা হয়েছে ৷
বুখারী (র) বলেছেন, ফারওয়ড়া ইবন আবুল মাগৃরা (র) উরওয়ড়া (র) এর পিতা১ (যুরায়র)
থেকে বর্ণিত ৷ তিনি বলেন, খলীফা ওলীদ ইবন আবদুল মালিকের যুগে তাদের উপরে
১ সম্ভবত : হিশামের পিতা হতে হবে ৷
(মসজিদের) দেয়াল ধসে পড়লে র্তারা তার পুনঃনিমাণ শুরু করলেন ৷ তখন তাদের কাছে
একটি পা বের হয়ে পড়লে তা নবী করীম (সা)এর কদম ঘুবারক হওয়ার ধারনায় তারা
ঘাবড়ে গেলেন ৷ বিষয়টি সম্পর্কে অবগত একজনও পাওয়া গেল না ৷ অবশেষে উরওয়ড়া (র)
তাদের বললেন, না, আল্লাহর কলম ! উহা নবী করীম (সা)-এর কদম মুবারক নয়; এটা হযরত
উমর (রা) এর ৷ হিশাম (র) হতে তার পিতা সুত্রে অইিশা (বা) থেকে বর্ণিত হয়েছে, তিনি
আবদুল্লাহ ইবনুয্ যুবায়র (রা)ফে ওসিয়ত করেছিলেন, “আমাকে এদের সংগে দাফন করবে
না; আমাকে দাফন করবে আমার সপত্নীগণের (উম্মুল মুমিনীনগণের) সাথে বাকী পােরস্তানে ৷
আমি কখনো এর মাধ্যমে নিজের পবিত্রতার দাবী করতে চাই না ৷
গ্রন্থকারের মন্তব্য : ইবন আবদুল মালিক ছিয়াশি হিজরী বর্ষে মুসলিম জাহানের খলীফা পদে
বরিত হওয়ার পরে দামিশকের ফেদ্রীয় জামে মসজিদ নির্মাণের সুচনা করলেন এবং মদীনায়
তীর তৎকালীন প্রতিনিধি (ও প্রাদেশিক শাসনকর্তা) তার চাচাত ভাই উমর ইবন আবদুল আযীয
(র) (পরবর্তী খলীফা)-ফে মদীনায় মসজিদ সম্প্রসারণের ফরমান লিখে পাঠালেন ৷ তিনি
আদেশ মোতাবেক মসজিদ সম্প্রসারিত করলেন এবং এমনকি পুর্ব দিকেও তা সম্প্রসারিত করা
হল ৷ ফলে নবী করীম (না)-এর হুজ্বরা (ও রাওযা)ও মসজিদের অন্তর্ভুক্ত হয়ে গেল ৷ হাফিজ
ইবন আসাকির (র) আল ফারাফিসা (র)-এর আযাদকৃত গোলাম যাযান (র) পর্যন্ত পরিব্যাপ্ত
তার সনদ সুত্রে রিওয়ায়াত করেছেন ৷
যাযান হলেন মদীনায় উমর ইবন আবদুল আযীয (র) এর শাসনামলে মসজিদ সম্প্রসারণের
দায়িতৃপ্রাপ্ত কর্যকতা ৷ তিনিও সালিম ইবন আবদুল্লাহ (র) হতে বুখাবী (র)-এর ৰিবরণের
অনুরুপ বিবরণ দিয়েছেন ৷ তিনি কবরসমুহের অবস্থানের বিবরণ দিয়েছেন আবু দাউদ (র)-এর
রিওয়ায়াতের অনুরুপ ৷ ১
নবী বল্পীম (সা) এর ওফাত : মুসলিম উম্মাহ্র মহাবিপদ
বুখাবী (র) সুলায়মান ইবন হারব (র) ও আসাম (রা)ফে উদ্ধৃত করে বলেন, নবী করীম
(সা)এর অসুস্থতার তীব্রতা র্তাকে সংজ্ঞাহীন করে ফেলছিল ৷ তখন ফাতিমা (রা) বললেন,
হার আমার আব্বার যাতনা ! নবী করীম (না) তখন তাকে বললেন,
ণ্,প্রুত্র “আজকের পরে তোমরা আব্বার আর কোন কষ্ট থাকবে না ৷ ” নবী করীম (না)-এর
ওফাত হয়ে গেলে ফাতিমা (রা) বললেন, হয়ে আমার পিতা ! প্রতিপালকের ডাকে সাড়া
দিলেন ! হায় আমার পিতা ! জান্নড়াতুল ফিরদাউস র্যার ঠিকানা! হয়ে আমার পিতা ৷ জিবরীল
(আ)-ফে আমি তার মৃত্যু সংবাদ জানাচ্ছি ! তাকে দাফন করা হয়ে গোলে ফাতিমা (বা)
বললেন, হে আনাস ! রাসুলুল্লাহ (সা) এর উপর মাটি ছড়িয়ে দিতে তোমাদের প্রাণ সায় দিল ?
বুখাবী (র) একাকী এ হাদীস বর্ণনা করেছেন ৷ ইমাম আহমদ (র) বলেন, ইয়াযীদ (র) আনাস
(রা) (থেকে তিনি) বলেন, যখন নবী করীম (সা) এর দাফন সম্পন্ন হল তখন ফাতিমা (বা)
১ অর্থাৎ নবী (না)-এর কােলের নিকটে আবু বকর (রা)-এর মাথা এবং তার পায়ের নিকটে উমর (রা)-
এর মাথা ৷