প্রশ্ন
মাসবুক ব্যাক্তি ইমামের সাথে যদি শুধু ডান দিকে ভুলে সালাম ফিরিয়ে ফেলে তাহলে কি সেজদায়ে সাহু দিতে হবে?
উত্তর
যদি ইমামের সালামের সাথে সাথেই বা আগে মাসবুক ব্যাক্তি ভুলে সালাম ফিরিয়ে ফেলে তাহলে সাহু সাজদা দিতে হবে না। যদি পরে ফিরায় তাহলে সাহু সাজদা দিতে হবে। আর সাধারনত এমনি হয়ে থাকে।
কিন্তু যদি ইচ্চাকৃতভাবে সালাম ফিরায় তাহলে নামাজ ভেঙ্গে যাবে।
দলিলঃ-
ফতোয়ায়ে শামী ২/৫৪২. বাহরুর রায়েক ২/৭৬. আলমগিরী ১/৯১.
কিন্তু যদি ইচ্চাকৃতভাবে সালাম ফিরায় তাহলে নামাজ ভেঙ্গে যাবে।
দলিলঃ-
ফতোয়ায়ে শামী ২/৫৪২. বাহরুর রায়েক ২/৭৬. আলমগিরী ১/৯১.
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
মাসবুক কখন দাঁড়াবে
ভুলে সালাম ফিরালে
মাসবুক ব্যক্তির নামাজ আল কাউসার
ইমামের আগে সালাম ফিরানো
মাসবুক শেষ বৈঠকে কি পড়বে
ইমামের সাথে সালাম ফিরানোর নিয়ম
নামাজে সালাম ফিরানো কি ফরজ
মাসবুকের সাহু সিজদা