প্রশ্ন
আমি একটি বইয়ে পড়েছি, বিতরের নামাযে দুআ কুনূতের পর দরূদ শরীফ পড়া মুস্তাহাব এবং ঐ সময়ে দরূদ শরীফ পড়লে শেষ বৈঠকে দরূদ শরীফ পড়তে হবে না। জানতে চাই, ঐ বইয়ের এ কথাটি কি ঠিক?
উত্তর
বিতরের নামাযে দুআ কুনূতের পর দরূদ শরীফ পড়া ভালো। তবে এ সময়ে দরূদ পড়লে শেষ বৈঠকে দরূদ পড়া লাগবে না- এ কথা ঠিক নয়; বরং শেষ বৈঠকে দরূদ পড়া পৃথকভাবে সুন্নতে মুআক্কাদা। দুআ কুনূতের পর দরূদ শরীফ পড়া হোক বা না হোক শেষ বৈঠকে দরূদ পড়তেই হবে।
-শরহুল মুনইয়া ৪২২; হালবাতুল মুজাল্লী ২/৩৮৮; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী ২০৯
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
দোয়া কুনুত এর ফজিলত
দোয়া কুনুত এর বিকল্প
দোয়া কুনুত এর পরিবর্তে কি পড়া যায়
দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি
বিতর নামাজে দোয়া কুনুত না পারলে কি পড়তে হবে
দোয়া কুনুত আহলে হাদিস
দোয়া কুনুত সূরা
দোয়া কুনুত কোন সূরার অংশ