বিশ্ব ইজতেমা সফলের আহবান,আল্লামা শাহ আহমদ শফী (হাফিজাহুল্লাহ)! রাঁতের শুরুতে! শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (হাফিজাহুল্লাহ্) এর বার্তা! আগামীকাল শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমা সফলের আহবান জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম। আজ এক বিবৃতিতে উলামায়ে কেরাম বলেন, সর্বস্তরের মানুষ শান্তি প্রিয়ভাবে যেভাবে বিশ্ব ইজতেমায় অংশ গ্রহণ করে আসছেন সেভাবে এবারও তারা অংশগ্রহণ করবেন। আলেম উলামা, মাদরাসার শিক্ষার্থী ও তাবলীগের সাথীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে ইজতেমায় শরিক হওয়ার আহ্বান জানান তিঁনি। ইজতেমা সফলের আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করেন! কওমী মাদরাসার শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি, হাটজাহারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী দাঃবাঃ। তাবলীগের শুরার উপদেষ্ট সদস্য ও বেফাকের সহসভাপতি আল্লামা আশরাফ আলী দাঃবাঃ যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও তাবলীগের শুরার উপদেষ্টা সদস্যদের সঙ্গে যোগাযোগের জিম্মাদার মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান এবং বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব ও তাবলীগের শুরার উপদেষ্টা সদস্য মাওলানা আবদুল কুদ্দুস। বিবৃতিতে শীর্ষ উলামায়ে কেরাম বলেন! প্রতিবছর তাবলীগ জামাত এবং বিশ্ব ইজতেমায় সাধারণ মানুষের সঙ্গে মাদরাসার শিক্ষার্থী ও আলেম উলামাগণ শরিক হয়ে আসছেন। এবারও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। তারা আগামী কাল থেকে শুরু হওয়া ৫১ তম বিশ্ব ইজতেমায় দলবলে শরিক হওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে সবাইকে এ মেহনত সফলের আহ্বানও জানান। শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (হাফিজাহুল্লাহ্) আল্লাহ সবাইকে কবুল করুন। আমীন
সম্পর্কিত পোস্ট
প্রশাসন ক্ষমতালোভীদের আনুগত্য করলে হানাহানি বন্ধ হবে কীভাবে?
08 Sep, 2025
বিএনপি ইসলামি আইন ও মৌলবাদে বিশ্বাস করে না
08 Sep, 2025
নারীদের শিক্ষার বিরুদ্ধে আল্লামা আহমদ শফী বক্তব্য নয়
08 Sep, 2025
হাসপাতালে গিয়ে আল্লামা বাবুনগরীর পাসপোর্ট পৌঁছে দিলেন সামরিক সচিব
08 Sep, 2025
বিশ্বদরবারে দেশের মান উঁচু করলো যে ৮ হাফেজ
08 Sep, 2025
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার আন্তর্জাতিক মহাসম্মেলন ৭, ৮ ফেব্রুয়ারী ২০১৯
08 Sep, 2025
আগামী ২৫ মার্চ ২০১৯ পটিয়া মাদ্রাসার খতমে বুখারী ও দোয়া মাহাফিল
08 Sep, 2025
দাওয়ারে হাদীস ইমতিহানের রুটিন - ৮ এপ্রিল থেকে ইমতিহান শুরু
08 Sep, 2025